আ.লীগের মেয়র প্রার্থী মাহাবুবুর

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসেবে পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫ সিটি কর্পোরেশন, ৩ উপজেলা, ৫ পৌরসভা ও ৬ ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত কপিটি মো. মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছি। এর জন্য পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত মতে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের ৯ থেকে ১২ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। এ সিদ্ধান্ত মতে গত বুধবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন মনোনয়নপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমদ জয়। সর্ব বিবেচনায় মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। মো. মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর। একই সঙ্গে প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনও করেছেন।