লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রচণ্ড গরমের তাপদাহের মধ্যে চলছে এই রোজা। এই গরমে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে চট্টগ্রামের পটিয়াবাসী। বিদ্যুৎ ঘাটতির কারণে কয়েক ঘণ্টা পরপর লোডশেডিং করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গৃহস্থালীর দরকারি ফ্রিজ, টিডি, ফ্যান, আইপিএস, লাইট। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় তার একটি ডিপ ফ্রিজ ও একটি আইপিএস নষ্ট হয়ে গেছে। পটিয়া বিদ্যুৎ বিতরণ কর্তপক্ষ জানিয়েছে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ না পেলে তারা গ্রাহকদের নিরবচ্ছিন্ন দিতে দিতে পারছে না। ফলে সাহরি কিংবা ইফতার বা তারাবির নামাজের সময়ও বিদ্যুৎ থাকছে না পটিয়ায়। পটিয়া উপজেলা ব্যাপী এই গরমে বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। দিনে অন্তত ১০-১৫ বার লোডশেডিং দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে আবাসিক গ্রাহক ছাড়াও ছোট বড় শিল্পকারখানায় উৎপাদনে স্থবিরতা নেমে এসেছে। বডিজ গার্মেন্টসের চেয়ারম্যান জাহেদুল হক জানান, বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধের উপক্রম হয়েছে। আরেফিন টেক্সটাইলের গার্মেন্টস ডিভিশনের ম্যানেজার ফরিদুল ইসলাম জানান, একদিকে অর্ডার নেই অপরদিকে বিদ্যুৎ নেই। সব মিলিয়ে তাদের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পিডিবি পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, জাতীয় গ্রিড ফেল করায় গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।