ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সিংড়া ফরেস্টকে কীভাবে পর্যটন হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে কথা বলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজুর সঙ্গে। পরে তিনি কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির, কান্তজিউ জাদুঘর ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান, উপজেলা কমিশনার ভূমি মাইনুল ইসলাম, কাহারোল থানার ওসি রইস উদ্দিন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে বোচাগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের অনুকূলে বরাদ্দকৃত ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দাপাল। বিরল উপজেলা পরিষদ ও বঙ্গবন্ধু কর্নার দর্শন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসার মোছা. আফছানা কাওসার, সহকারী কমিশনার ভূমি আব্দুল ওয়াজেদ। জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বলেই বাংলাদেশে সব ধরনের উন্নয়ন করা সম্ভব্য হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত