দাবদাহে ওষ্ঠাগত জনজীবন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. তাজুল ইসলাম, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসের বর্তমান তাপমাত্রা ৪০ ডিগ্রি। তাপমাত্রা নির্দেশক অ্যাপসে ৪০ ডিগ্রি হলেও তাপ অনুভূত হচ্ছে ৪২/৪৩ ডিগ্রি অর্থাৎ তীব্র তাপদাহ। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। রোজাদার মানুষরা বিপাকে পড়েছেন। সব থেকে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষরা। দাবদাহের কারণে ডাব, আনারস, মাল্টা, পেয়ারাসহ পানিজাতীয় ফলের চাহিদাও বেড়েছে।

কড়িকান্দি বাজারের লেবুর সরবত বিক্রি করছিলেন আবদুল হক। তিনি বলেন, লেবুসহ অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এক গ্লাস সরবত ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করছেন। উপজেলা বাতাকান্দি বাজারের ডাব নারকেল বিক্রেতা সোহাগ বলেন, রোজার শুরুতে একটা ডাব ৮০ টাকায় বিক্রি করলেও এখন তা সম্ভব হচ্ছে না। ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কড়িকান্দি বাজার স্টেশনে হযরত আলী নামে এক রিকশাচালক বলেন, প্রচণ্ড গরম পড়েছে। রমজানের শুরুতে গরম কম ছিল। কিন্তু বর্তমানে অনেক গরম। গরমে সারা শরীর ঘেমে যাচ্ছে। গরমের কারণে ঠিকমতো রিকশাও চালানো যাচ্ছে না। চোখ জলছে, পানি পিপাসা লাগে, শরীর দুর্বল হয়ে যায়। এই কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে রাস্তার ধুলাবালি। একই সড়কের অটো চালক মাহবুব বলেন, গরমে অশান্তি লাগে। গাড়ি চালালে ঘেমে যাই। রোদের তাপে মাথা যন্ত্রণা করে। বেশিক্ষণ রিকশা চালানোও যায় না। বিশেষ করে দুপুরে খুব বেশি গরম লাগে। রোদে পুড়ে যাই। তাই ভাড়া টানার পর ছায়ায় কিছু সময় জিরিয়ে নিতে হয়।

কুমিল্লার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, গেল ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ তাপদাহ চলবে আরও কয়েক দিন। বর্তমানে কুমিল্লায় মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি) বয়ে যাচ্ছে।