ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল সোমবার নানা জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত চার শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভা চত্বরে তাদের হাতে উপহার তুলে দেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহ দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে প্রতি বছর ঈদে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। এ বছরও আমরা ফেনী পৌরসভার পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, চাল, সেমাই, চিনিসহ ঈদ উপহার বিতরণ করেছি।

৯নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী রুবেল জানান, অতীতে অনেক মেয়র পৌরসভার দায়িত্ব পালন করেছেন। কোনো মেয়র এ ধরনের খাদ্য সহায়তা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের দেননি। আমরা মেয়র স্বপন মিয়াজীর খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সচিব আবু জাফর গিফারী, মেডিক্যাল অফিসার কৃষ্ণপদ সাহা, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার বাহার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম।

কয়রা (খুলনা) : সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করল র‍্যাব-৮। কয়রা উপজেলা পরিষদ ভবনের নিচে র‍্যাবের পক্ষ থেকে র‍্যাব-৮ বরিশাল অঞ্চলের এএসপি রেজাউল করিমের নেতৃত্বে র‍্যাব কর্মকর্তারা বাগেরহাট, মোংলা, খুলনার জিরোপয়েন্ট, তালা, পাইকগাছা, কয়রার আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যু ও তাদের পরিবারের প্রত্যেকের হাতে নগদ অর্থ, চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ, আলু, মসলাসহ অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ সামগ্রী বিতরণ করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ)। পিয়াসা মহিলা সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য দেন ওই ফোরামের নির্বাহী পরিচালক এস.এম.শফিউল আযম, মিডিয়া ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর সেলিম মাহমুদ স্বপন।

রাঙামাটি : পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে রাঙামাটিতে গরিব ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙামাটি পুলিশ পলওয়েল পার্ক সম্মেলন কক্ষে পুনাকের সভানেত্রী লাক্সমী উপস্থিত থেকে তাদের এসব সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) লোপা মুদ্রা মহাজন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন, পুনাকের সহসভানেত্রী মহমীনা আক্তার নীপা, সদস্য সোনিয়া ও সালেহা আরিফ।

এদিকে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়েছে। রিজার্ভ বাজারের শহীদ আব্দুল আলী একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঈদ উপহার হিসেবে ২ হাজার অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। গতকাল সোমবার সকালে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বরিশুর বয়েজ স্কুল ও রোহিতপুর ইউনিয়নপরিষদের সামনে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলী, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জজমিয়া মেম্বার প্রমুখ।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলার অর্ধশতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয় সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু।

শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বামুনিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক আহম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার ছামেদ, শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি শাহনাজ পারভীন, ডা. গোলাম সারোয়ার, মোস্তাফিজুর রহমান মন্টু, দৈনিক কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, কাওছার আহম্মেদ, রুখসানা খাতুন, নিলুফা ইয়াসমিন, আবু জাফর প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত