ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রূপগঞ্জে ওষুধ কাখানায় আগুন

রূপগঞ্জে ওষুধ কাখানায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফিউশন নামে ওষুধ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তড়িগড়ি করে কারখানা থেকে বের হওয়ার সময় চারজন শ্রমিক আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার তারাব পৌরসভার রূপসী মৈকুলী এলাকার ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামক ওষুধ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, পৌনে ১টার দিকে কারখানা চলাকালীন সময় আইভি স্যালাইন প্রাডাকশন সেকশনে দ্বিতীয় তলায় সিলিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন রুমের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১টার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার সময় তড়িগড়ি বের হতে গিয়ে কারখানার চারজন শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অরিয়ন ইউফিউশন কারখানার চেয়ারম্যান জেরিন করিম বলেন, কারখানা চলাকালিন হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সিলিং উপরে এসির লাইন ছিল। সেখান থেকে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, বলতে পারছি না। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত বিষয়টি তদন্ত করে জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত