ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে মধুতে চিনি মেশানোর অভিযোগ

সুন্দরবনে মধুতে চিনি মেশানোর অভিযোগ

এপ্রিলের প্রথমে সুন্দরবনে মধু আহরণের পারমিট প্রদান শুরু করেছে বন বিভাগ। মৌয়ালরা পারমিট নিয়ে গহীন বনে প্রবেশ করে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে অভিযোগ পাওয়া গেছে এক শ্রেণির অসাধু মৌয়াল মধুতে চিনি মিশিয়ে ভেজাল মুধ তৈরি করে লোকালয়ে নিয়ে আসতে শুরু করেছে। তারা মধুতে চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। আর ভেজালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। জানা গেছে, খুলনার কয়রার জোড়শিং, পাতাখালী, কাটকাটা, ৪নং কয়রা, পল্লীমঙ্গল, সরকারি পুকুর পাড়, মাঝেরআইট, মহারাজপুর, খিরোল, ভান্ডারপোল, মসজিদকুড়, গোলখালি, গাবুরা, পারশেমারি, লেবুবুনি, চাঁদনিমুখা, মুন্সীগঞ্জসহ বনাঞ্চল লোকালয়ে চিনি মেশানো মধু বেচাবিক্রি হচ্ছে। অসাধু মৌয়ালরা জোড়শিং বাজার, কাটকাটা বাজার, ৪নং কয়রা লঞ্চঘাট বাজার, পুকুরপাড়, সুতিবাজার, দেউলিয়া বাজার, গিলাবাড়ী বাজার থেকে বস্তা বস্তা চিনি কিনে গহীন সুন্দরবনে নিয়ে মধুতে মিশিয়ে ভেজাল মধু তৈরি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে ভেজাল মধুতে সর্বত্র সয়লাব হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত