ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টঙ্গীবাড়িতে সরকারি দীঘি দখলের পাঁয়তারা

টঙ্গীবাড়িতে সরকারি দীঘি দখলের পাঁয়তারা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার তৈলকাই মৌজার ১৪৪ শতাংশের বিশাল সরকারি দীঘি জাল দলিল করে দখলে নেয়ার পাঁয়তারা করছে একটি চক্র। তারা হলেন মো. আওলাদ হোসেন হালদার, বালিগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. সালাউদ্দিন শেখ, স্থানীয় তৈয়ব আলী শেখ ও শাহীন ঢালী মিলে দীঘিটি জোড় করে দখলের পাঁয়তারা করছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বিশাল দীঘির কচুরীপানা পরিষ্কার করে পূর্ব পাশের বিশাল অংশের মাছ ধরে নিয়ে গেছে জেলের। পশ্চিম অংশে বড় বড় কচুরী পানা থাকায় এখনো ওই অংশের মাছ ধরেনি। তবে স্থানীয়রা জানান, মূলত সরকারি সম্পত্তি দখলে নেয়ার প্রস্তুতি হিসেবে তারা প্রথমে দীঘি হতে জেলে দিয়ে মাছ ধরতে শুরু করেছে। আমরা শুনেছি এই দীঘি ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণ করবে তারা। স্থানীয়ভাবে জানা গেছে, মগাই দীঘি নামে পরিচিতি পূর্ব বালিগাঁও গ্রাম ঘেঁষে দীঘির তৈলকাই মোজায় আয়াতন ১ একর ৪৪ শতাংশ। সরকারি সম্পত্তি হওয়ায় দীর্ঘদিন যাবত দীঘির আশপাশের লোকজন ব্যবহার ও মাছ ধরে ভোগ করে আসছিল। কিন্তু একটি চক্র দখলের পাঁয়তারা করায় স্থানীয়দের মনে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে তারা মুখ খোলতে সাহস পাচ্ছে না। তৈলকাই গ্রামের শাহ আলম শেখ (৬০) বলেন, এটা হচ্ছে স্থাণীয় নবারুন দাশ গুপ্তের দাদি কুমুদিনী বিবির নামে ছিল। তাদের পূর্ব পুরুষরা জমিদার ছিল। আগে থেকেই স্থানীয় গরিবরা বা পাশে যাদের জমি ছিল তারা দীঘিটি ব্যবহার করত। বর্তমানে আওলাদ হোসেন হালদার, তৈয়ব আলী শেখ, সালাউদ্দিন মেম্বার আরো তাদের সঙ্গের লোকজন মিলে দীঘিটা দখলের চেষ্টা করছে।

এ বিষয় অভিযুক্ত মো. আওলাদ হোসেন হালদার বলেন, আমরা মালিক হতে সম্পত্তি ক্রয় করেছি। কাগজপত্রে দেখার বিষয় বললে, তার সামনে এলে বলবেন তিনি। আরেক অভিযুক্ত তৈয়ব আলী শেখ বলেন, আমরা স্বপন দাস গুপ্ত থেকে ক্রয় করেছি। আমাদের দলিলে ১৪২ শতাংশ ক্রয় রয়েছে। আমরা চারজন ক্রয় করেছি। এদিকে, স্বপন দাস গুপ্ত বলেন, আমি তৈলকাই মৌজায় কোন সম্পত্তি বিক্রি করি নাই। বিক্রি করেছি পূর্ব বালিগাঁও মৌজার সম্পত্তি। পরিমাণ ৩২ শতাংশ। এর বাইরে কোনো মৌজার একটুও বিক্রি করি নাই। এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত