ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় রাস্তার পাশে সাজানো ইফতার

নওগাঁয় রাস্তার পাশে সাজানো ইফতার

রাস্তার ধারে সাজানো আছে ইফতার বক্স। প্রয়োজনে যে কেউ নিয়ে যাচ্ছেন। অসহায় রোজাদারদের এমন ব্যতিক্রমী আয়োজন শহরের কেডির মোড়ে। রাস্তার পাশে ফুটপাতে ওয়ান টাইম প্যাকেট ও একটি পানির বোতল লাইন করে সাজানো। গত সোমবার বিকেলে এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ নামের একটি সামাজিক সংগঠন। এভাবে নওগাঁ শহরের ব্রিজ মোড়, কেডির মোড় এবং মুক্তির মোড়ে শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়। যার প্রয়োজন তিনি প্যাকেটটি নিয়ে যাচ্ছেন। প্রতিটি প্যাকেটে ছিল বিরিয়ানি, ছোলা, জিলাপি, আপেল, খেজুর, সালাদ, পিঁয়াজু ও বেগুনি।

শহরের তাজের মোড়ের বাসিন্দা রেজাউল করিম বলেন, সারাদিন রোজা রেখে রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ইফতারের আগে কেডির মোড় দিয়ে বাড়ি ফিরছিলাম। অসহায়দের ইফতার প্যাকেট সাজানো ছিল। সেখান থেকে একটি প্যাকেট নিয়ে বাড়ি ফিরছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত