ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় কোটি টাকার কলা বিক্রি

বগুড়ায় কোটি টাকার কলা বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে বগুড়ায় আমদানি বেড়েছে কলার। জেলার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা ও ফাঁসিতলায় কলার দুই মোকামে প্রতি হাটবারে বিক্রি হচ্ছে প্রায় ৬০ ট্রাক কলা। যার বাজারমূল্য কোটির টাকারও বেশি। সপ্তাহে দু’দিন বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বসে কলার এ জমজমাট হাট। এ হাট থেকে ব্যাপারিরা কলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা কলার হাট ঘুরে দেখা যায় চাষি ও ব্যাপারিদের মাঝে বেচাকেনার দৃশ্য। সপ্তাহের শনি ও বুধবার এখানে কলার হাট বসে। চলে সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত। কাকডাকা ভোরে মোকামে আসতে থাকে কলাবোঝাই ভ্যান-ভটভটিসহ বিভিন্ন পরিবহন। পরিবহন থেকে কলার ঘাউর বা কান্দি নামিয়ে হাটের নির্ধারিত স্থানে সুন্দরভাবে সাজিয়ে বসেন কলা চাষিরা। বগুড়া জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রায় ৪০ থেকে ৫০ জাতের কলার চাষ হয়ে থাকে। এগুলোর মধ্যে অমৃত সাগর, সবরি, কবরি, চাঁপা, মেহের সাগর, কাবুলি, বিচিকলা ও আনাজি কলা উল্লেখযোগ্য। চণ্ডিহারা হাটে আসা শিবগঞ্জ ও সোনাতলা উপজেলার কলা চাষি সবুজ ব্যাপারি জানান, পেশায় তারা চাষি। বাজারে এখন কলার ভালো দাম পাওয়া যায়। যে কারণে অনেক চাষি কলা চাষে ঝুঁকছেন। তারা নিজেরাও কলা চাষ করেন এবং চণ্ডিহারা ও ফাঁসিতলা মোকামে বিক্রি করেন। চণ্ডিহারা মোকাম থেকে প্রত্যেক হাটবারে গড়ে ২০-২৫টি ট্রাক ও ফাঁসিতলা থেকে গড়ে ৩০-৩৫টি ট্রাকের মতো কলা বিক্রি হয়।

তারা বলেন, কলার মূল মৌসুম চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। এ সময় এই দুই মোকামে ব্যাপক পরিমাণ কলার আমদানি হয়ে থাকে। এই বাজারে শিবগঞ্জ, মহাস্থান, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, ঢাকুমারা, বালুয়া, রহবলসহ বিভিন্ন এলাকা থেকে কলার আমদানি ঘটে। মৌসুমে কোনো কোনো হাটবারে শতাধিক ট্রাক কলা দেশের বিভিন্ন প্রান্তে যায় বলেও মন্তব্য তাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত