ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে উচ্চফলনশীল ধানের প্রদর্শনীর প্রচার

পিরোজপুরে উচ্চফলনশীল ধানের প্রদর্শনীর প্রচার

উচ্চফলনশীল ব্রি ধান৭৪, ব্রি ধান৮৯ ও ব্রি হাইব্রিড ধান৩ জাতের ব্লক প্রদর্শনীর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম চর বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ‘উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানিসম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ কর্মসূচির অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাজিরপুর, পিরোজপুর এর সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করা হয়। ব্রি’র সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. দেবজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. জাহিদুল ইসলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বিজ্ঞানী ও কর্মসূচি পরিচালক ড. প্রিয় লাল চন্দ্র পাল, পলাশ কুমার কুন্ড, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা সমর বাড়ৈ ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রায় ৮০ জন কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।

এর আগে উচ্চফলনশীল ধানের ব্লক প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন অতিথিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত