ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কে গাড়ি-যাত্রীর চাপ বাড়ছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

মহাসড়কে গাড়ি-যাত্রীর চাপ বাড়ছে  বেশি ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রী দুইয়ের চাপ বাড়ছে। এ সুযোগে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ ঘরমুখো মানুষ। তবে গতকাল বুধবার দুপুরে মহাসড়ক পরিদর্শন এসে অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান বলেন, মলমপার্টি, ছিনতাই ও বেশি ভাড়া আদায়ের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরেজমিনে ঘুরে যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ছুটি ও কিছু কারখানা ছুটি ঘোষণা করায় গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ বেড়েছে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে। এ চন্দ্রা ত্রিমোড় দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার যানবাহন চলাচল করে। যার কারণে এ ত্রিমোড়কে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত পরিমাণে বাস না পেয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এ সুযোগে পরিবহণ শ্রমিকরাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও যাত্রীদের অভিযোগ রয়েছে। এছাড়াও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি অতিষ্ঠ শিশু ও বৃদ্ধরা। এদিকে এখনও নিষিদ্ধ অটোরিকশা মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে। অটোরিকশা চালকরা বলছেন, আমরাও অসহায়। অন্য কোনো কাজ করতে পারি না। এ কারণে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত