হিলি স্থলবন্দরের ছয় দিনের বন্ধ শুরু

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

গতকাল বুধবার থেকে দেশের অন্যতম স্থলবন্দর হিলিতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ শুরু হয়েছে। অন্যতম স্থলবন্দর হিলির আমদানিকারক ও রফতানিকারক গ্রুপের একটি সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল বুধবার থেকে ৬ দিনের জন্য বন্দরের পণ্য আমদানি ও খালাস বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার থেকে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী দু’দেশের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।