কুড়িগ্রামে ২ টাকার সবজি বাজার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরে অসহায় মানুষের জন্য দুই টাকার বিনিময়ে সবজি বাজার চালু করা হয়েছে। সম্প্রতি কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু করে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের আগের দিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি চলবে। উদ্বোধনী দিনে দেড় শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, একটি লাউ ও একটি ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজের বাজার মূল্য প্রায় ১৫০ টাকা। তবে মাত্র ২ টাকার বিনিময়ে এই সবজি প্যাকেজ পেয়েছেন সুবিধাবঞ্চিত মানুষজন। স্বল্পমূল্যে সবজি পেয়ে খুশি তারা। দুই টাকার সবজি বাজারে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী জানান, সারাদিন ভিক্ষা করে যে টাকার জোগান হয় তাতে খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। দুই টাকার বিনিময়ে অন্তত সবজি ও ডিম খাওয়ার সুযোগে খুশি তিনি। আকবর বলেন, ‘মাত্র দুই টাকায় এতগুলা সবজি পাইলং সঙ্গে ডিম। এটা হামার জন্য খুব ভালো হইলো।