ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আগাম বুকিংয়ে দুশ্চিন্তা রাঙামাটির পর্যটন ব্যবসায়ীদের

আগাম বুকিংয়ে দুশ্চিন্তা রাঙামাটির পর্যটন ব্যবসায়ীদের

ইট-পাথরের শহরের ব্যস্ততা-ত্রস্ততার ক্লান্তি ভুলিয়ে রাখতে ভ্রমণপিপাসুদের আকর্ষণ পড়ে থাকে সবুজ পাহাড়, স্বচ্ছ জলরাশির কাপ্তাই হ্রদ। প্রতি বছর ঈদের ছুটিতে ঝাঁকে ঝাঁকে পর্যটক বেড়াতে আসেন প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য্যরে অন্যতম পর্যটন এই শহরে। পর্যটকদের পদভারে মুখরিত থাকে পাহাড়ি জেলা রাঙামাটির নয়নাভিরাম সবকটি পর্যটন স্পট। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঈদ সামনে রেখে পর্যটকদের শেষ সময়ে এসে হোটেল-রিসোর্ট ও পর্যটন স্পটগুলো প্রস্তুতি নিয়ে রাখলেও আগাম বুকিং কম হওয়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছেন হোটেল-রিসোর্টের মালিক ও পর্যটন খাতের ব্যবসায়ীরা। হোটেল-রিসোর্টের মালিক ও পর্যটন খাতের ব্যবসায়ীরা মনে করছেন- অর্থনৈতিক মন্দা, তীব্র দাবদাহ, কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়া, এসএসসি পরীক্ষাসহ নানা কারণে এবার বুকিং কমেছে। গত বছর যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ আগাম বুকিং ছিল, সেখানে ৩৫ থেকে ৪০ শতাংশ আগাম বুকিং হওয়ায় তারা হতাশ। ঈদের আগে পরে যদি পর্যটক না আসে, তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে বলে তারা মনে করেন। পাহাড়ি জেলা রাঙামাটির পর্যটন স্পটের মধ্যে কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, পর্যটন ঝুলন্ত ব্রিজ, পুলিশ পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, আরণ্যক, আসামবস্তি-কাপ্তাই সড়ক, ভার্গি লেক, রাজ বনবিহার, কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ফুরমোন পাহাড়, কাপ্তাই পড হাউস, মুন্সী আব্দুর রউফ স্মৃতিসৌধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত