ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরের শহীদ বড়ময়দান

এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের প্রস্তুতি

এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের প্রস্তুতি

দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে এবারের কেন্দ্রীয় ঈদের জামাতে প্রায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এশিয়ার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান জামাতকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে প্রায় ২২ একর এলাকা জুড়ে ২০১৭ সালে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ৫২ গম্ভুজের বিশাল ঈদাহ মিনার। স্থানীয় এমপি হুইপ ইকবালুর রহিমের এক আন্তরিক প্রচেষ্টায় এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে গড়ে তোলা হয় এই কেন্দ্রীয় ঈদগাহ। এবার সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্টিত হবে। প্রতিবারের ন্যায় এবারও জামাতে প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদের খতিব মাওঃ শামসুল হক কাসেমী। প্রধান ইমামকে সহযোগিতা করার জন্য জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে ৫ শতাধিক মোকাব্বির নিয়োজিত করা হয়েছে। সকাল ৭টা থেকে ঈদগাহ ময়দানের ১৯টি গেট দিয়ে মেটাল ডিটেক্টর এর সাহায্যে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মুসুল্লিরা ঈদগাহে প্রবেশ করবেন। ৩০টি সিসিটিভি ক্যামরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠানের জন্য ময়দানে ১১০ টি মাইকের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ক্যাম্প ২৫০টি অজুখানা ও পানি খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রধান ঈদগাহ মাঠের নিরাপত্তা বিধানে নেয়া হয়েছে ৪ স্তরের ব্যবস্থা। পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার ভিডিপির পাশাপাশি আয়োজক কমিটির নিযুক্ত স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। ৫২ গম্বুজের নান্দনিক এই প্রধান ঈদগাহে এবার প্রায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত