ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিটি গ্রাম শহরে পরিণত হয়েছে : পলক

প্রতিটি গ্রাম শহরে পরিণত হয়েছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঘামের গন্ধ ও মাটির গন্ধ আমাকে মুগ্ধ করে, আমি মাটি ও মানুষের নেশায় আসক্ত। যার কারণে তীব্র গরমেও আমি আপনাদের পাশে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঈদসামগ্রী নিয়ে এসেছি। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে মানুষের অনলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। পলক বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকেন, তিনি ৯ লাখ মানুষের ঘর করে দিয়েছেন। দিন-রাত প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের হাসির জন্য বঙ্গবন্ধুকন্যা কাজ করছেন। সাড়ে ৩ হাজার পরিবারকে ঈদসামগ্রী দেয়া হচ্ছে। সিংড়া উপজেলার ২০৩৪ পরিবার প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের মানুষের হাসি ফোটানোর লক্ষ্রে শাড়ি, লুঙ্গিসহ ঈদসামগ্রী দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী পলক গত ২০ এপ্রিল উপজেলার আতাইকুলা, আগপাড়া ও বড়িয়া আশ্রয়ণ প্রকল্পের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত