আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার : কৃষিমন্ত্রী

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে, তারা একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়, গণতন্ত্রের চর্চা বাংলাদেশে দেখতে চায়। নির্বাচন গণতন্ত্র চর্চার ক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ। কাজেই দেশ ও জাতির স্বার্থে, ভাবমূর্তি রক্ষায় আমরা মনে করি, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার। টাঙ্গাইলের মধুপুরে গতকাল সোমবার রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, পৌর মেয়র ছিদ্দিক হোসেন খান প্রমুখ। মন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না। আবারও বলছি- বিএনপি যাই বলুক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতায় রয়েছে, তারাই সরকার পরিচালনা করবে। এটি একটি নির্বাচিত সরকার। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে। তা আইন অনুযায়ী করা হয়েছে। এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে, এটাই দেশবাসীর কাম্য। কেউ এটার ব্যত্যয় ঘটাতে পারবে না। ‘শৈশব ফিরুক সবার প্রাণে, স্কুলের বাঁধন জাগুক মনে’ এ স্লোগানে সকাল থেকে বিদ্যালয়ের নানা বয়সি সতীর্থরা তাদের প্রাণের বিদ্যাপিঠের পুনর্মিলনীতে যোগ দেয়।