ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মূর্খ জাতি নিয়ে সামনে এগুনো যায় না

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী
মূর্খ জাতি নিয়ে সামনে এগুনো যায় না

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, আদর্শ শিক্ষক সমাজ না হলে ছাত্ররা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে না। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হবে না। যে জাতি শিক্ষিত নয়, সেই মূর্খ জাতি নিয়ে সামনে এগুনো যায় না, এই মূর্খতা পুঁথিগত শিক্ষা দিলেই শেষ হবে না, তাকে আদর্শ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আদর্শ ভবিষ্যতের কারিগর হবে না। গত সোমবার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ‘সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিবার পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আপনারা শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছেন, তিনিই শিক্ষাকে যত বিস্তার ঘটিয়েছেন, শিক্ষার যত সম্প্রসার করেছেন, শিক্ষায় যত ভূমিকা রাখছেন, শিক্ষার জন্য যত অনুদান দিচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কেউ দেয়নি। এজন্য এ শিক্ষাবান্ধব সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তিনি আরো বলেন, এই স্বরূপকাঠিতে বড় একটি মাদ্রাসা আছে। এই স্বরূপকাঠিতে অসংখ্য সনাতন ধর্মালম্বীরা বসবাস করেন। হাজার বছরের ঐতিহ্য কখনো তো বিঘ্নিত হয়নি। ধর্মীয় বিভাজন কখনো আমাদের সাম্প্রদায়িকতায় নিতে পারেনি। কারণ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। অসাম্প্রদায়িকতার কথা শুনেছি। অসাম্প্রদায়িকতার প্রতিভূ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবাই পথ চলি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেভাবেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, অগ্রযাত্রার বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করছেন। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. নজরুর ইসলামের সভাপতিত্বে ও স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম সামশুল হক, নবম জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্ন, উপজেলা চেয়াম্যান আব্দুল হক, কলেজ অধ্যক্ষ মো. সামশুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মুইদুল ইসলাম মুহিদ ও শশাঙ্ক রঞ্জন সমদ্দার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত