ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদ্রাসা মাঠে চলছে বালুর ব্যবসা

মাদ্রাসা মাঠে চলছে বালুর ব্যবসা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নে মথনপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠে বালির স্তুপ করে চলছে অবৈধ বালু ব্যবসা। স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম ও আব্দুল মজিদ এই কাজের সাথে জড়িত বলে জানা গেছে। এর আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব অভিযান চলিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন এবং এই কাজে ব্যবহৃত মেশিন জব্দ করে পাইপ গুলো নষ্ট করে দেন।

তারপরও পুকুর খনন করার নামে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন অবৈধ বালু ব্যবসায়ীরা। মাদ্রাসার সভাপতি আলমগীর হোসেন জানান, গ্রামের মজিদ পুকুর খনন করে বালু রাখার জায়গা না থাকায় কিছুদিনের জন্য আমাদের মাদ্রাসার মাঠটি ব্যবহার করছেন। অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, আমি মাছ চাষ করার জন্য পুকুর লিজ নিয়েছি সেখানে খনন করছি। সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব বলেন, এর আগে দুইবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে। আবারও তিনি এই কাজ করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত