ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গরিবের গোশত সমিতির টাকা নিয়ে উধাও

গরিবের গোশত সমিতির টাকা নিয়ে উধাও

গাজীপুরের কালিয়াকৈরে গরিবের গোশত সমিতির টাকাসহ হিসাবরক্ষক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই টাকা ও হিসাব রক্ষকের কোনো খোঁজ মেলেনি। ফলে এবার ঈদে গরুর মাংস থেকে বঞ্চিত হয়েছেন গোশত সমিতির সদস্যের ৭০ পরিবার। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে কেনাকাটার সর্বশেষ পর্যায়ে সবারই একটু ভালো মানের খাবারের আকাঙ্ক্ষা। ফলে সাধ্যের মধ্যে ভালো খাবারের লক্ষ্য থাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর। এজন্যই বিভিন্ন গ্রামের মানুষ মিলে গড়ে তোলে গোশত সমিতি। এ কারণে এ সমিতি এখন ‘গরিবের গোশত সমিতি’ নামেই বেশি পরিচিত। উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ৭০ জন সদস্য নিয়ে গড়ে তুলেছিল একটি গোশত সমিতি। সমিতি পরিচালনা করার জন্য মৌখিকভাবে সভাপতি-সম্পাদকসহ হিসাবরক্ষক বানান সদস্যরা। ওই সমিতির হিসাব রক্ষক পাইকপাড়া এলাকার রাহাজ উদ্দিনের ছেলে মোস্তফা। তিনি সারা বছর সদস্যপ্রতি সপ্তাহে ৫০ থেকে ১০০ টাকা করে সঞ্চয়ের টাকা তোলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত