ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষিজমিতে প্রবাসীর স্থাপনা উচ্ছেদ

কৃষিজমিতে প্রবাসীর স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় অনুমোদন না নিয়ে তিন ফসলি কৃষিজমিতে স্থাপনা নির্মাণ করছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম খান, যা স্কাভাটের দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান পৌর মেয়র রেজাউল করিম খোকন। এর আগে গত সোমবার পৌরসভার জামালপুর গ্রামের ওই স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। মেয়র জানান, ৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রনালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তিন ফসলি কৃষিজমিতে সরকারি-বেসরকারি সব ধরনের স্থাপনা নির্মাণে অনুমোদন না দেয়ার নির্দেশ দেয়। তারই প্রেক্ষিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামে ফখরুল ইসলাম খান নামে একজন প্রবাসির স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা জানান, স্থানীয় সরকার আইন ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৬ (৩) ক্রমিকের আলোকে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার জানান, ফখরুল ইসলাম খান ভবন নির্মাণ অনুমোদনের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনও করেননি। স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর সরেজমিন পরিদর্শনে গিয়ে একাধিকবার তাদের স্থাপনা নির্মাণ না করতে নোটিশ প্রদান করি। তারা এটি অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত