আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়। ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : এ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ফেনীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রজমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মো. বাতেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাছলিম হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাফর উদ্দিন, ফেনী জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের কনসালট্যান্ট ডা. মো. মোবারক হোসেন, ফেনীর কাজিরবাগ হাজী দোস্ত মুহম্মদ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান, বাংলাদেশ পরিবহন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজম চৌধুরী, পরিবেশ ক্লাব ফেনীর সভাপতি নজরুল বিন মাহমুদুল, স্বাধীনতা ফেডারেশনের আবুল কালাম আজাদ, ফেনী সরকারি কলেজের ছাত্র রোবার জুলফিকার আলি ও তামান্না, আলোকিত ইয়ুথ সোসাইটির লিয়াকত আলী আরমান, পরিবহন মালিক সমিতির নেতা বুলবুল আহমদ প্রমুখ।

গাইবান্ধা : জেলা প্রশাসন ও রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকির সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-সেফারক, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, রোভার স্কাউটের জেলা সম্পাদক উজ্জল চক্রবর্তী, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল করিম, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, গণ উন্নয়নের সুমন মিয়া প্রমুখ।

নীলফামারী : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এবং জেলা পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উপস্থিত ছিলেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রবিউল ইসলাম শাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, নীলফামারী জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আহসান রহিম মঞ্জিল।

নওগাঁ : এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. মিলন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ প্রমুখ।

শেরপুর : জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ তুলশীমালায় আলোচনা সভা হয়। পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদের সভাপতিত্বে সভার বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. জসিম উদ্দিন।

সাতক্ষীরা : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং একটি বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডিএম বিষ্ণুপদ পালর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।