ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাজির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কাজির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষক ও বিবাহ রেজিস্টারের বিরুদ্ধে। এক বছর সংসার করার পর এখন বিয়ে অস্বীকার ও প্রতারণা করায় ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ওই নারী। গত মঙ্গলবার উপজেলার পাটেশ্বরী বাজারে ভুক্তভোগী নারীর সঙ্গে স্বামী মাহমুদুল হাসান খোকনের দেখা হলে তিনি তার পথ রোধ করে এর একটি সুষ্ঠু সমাধান চান। সে সময় বাজারের লোকজন জড়ো হলে মাহমুদুল কৌশলে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী আরজিনা খাতুন বলেন, হাসান আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা কাবিন নামায় তোলার কথা বলে আমাকে বিবাহ করে। এক বছরে প্রায় প্রতি মাসে ঢাকায় আমার বাসায় আসত। আমি গার্মেন্টে চাকরি করে যে টাকা জমিয়ে ছিলাম সেখান থেকে ৩ লাখ টাকা নিয়ে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আমার ঠিকানায় একটি তালাকনামা পাঠায়। আমি এই তালাক মানি না বললে সে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। অভিযুক্ত হাসানের বাবা আব্দুল মান্নান কাজি বলেন, ওই মেয়েকে আমার ছেলে তালাক দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত