স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়ছে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেখ নাছির উদ্দিন, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ সরকার চিকিৎসা খাতকে গুরুত্ব দেয়ায় এর সুফল পাচ্ছে শার্শা উপজেলার কয়েক লাখ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি এরইমধ্যে স্থানীয় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগ সরকার হাসপাতালটিতে উন্নয়নের কাজ করছে। এছাড়াও বিভিন্ন পদে অভিজ্ঞ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করছে। গত ২৪ এপ্রিল সরেজমিন জানা যায়, প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কাঙ্ক্ষিত চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ জনগণ খুবই খুশি। স্বাস্থ্য কমপ্লেক্সটি বহির্বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে মডেল এনসিডি কর্নার প্রতিষ্ঠা, ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহসহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা মেডিক্যাল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করেছেন। একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেবা চালু করেছে। ডাক্তার ইউসুফ আলী শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর ক্যাম্পাসে একটি নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে। করোনাকালীন সময় থেকে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য উপজেলা পরিষদের মাধ্যমে জাইকার অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন লাইনের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা নিতে আসা আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে গত দুই বছর আমি এখানে চিকিৎসাসেবা ও পরামর্শ নিচ্ছি। মেডিক্যাল অফিসাররা অতি যত্নসহকারে রোগীদের কথা শোনেন এবং চিকিৎসাপত্র দেন। এদিকে হাসপাতালে সার্জিক্যাল বিভাগ, মেডিসিন বিভাগ, গাইনি বিভাগ ও অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট পদে আরো ডাক্তার নিয়োগ দেবেন বলে জানিয়েছে ডাক্তার ইউসুফ আলী।