কৃষকের ধান কাটলেন এমপি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর সিদ্দিকী, শ্যামনগর (সাতক্ষীরা)

কৃষকের পাকা ধান কাটতে ফসলের ক্ষেতে হাতে কাচি নিয়ে হাজির হলেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার। কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সবার আগে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কৃষকের ধান কেটে কৃষক ছাকাত মোল্লার বাড়ির আঙিনায় পৌঁছে দিলেন। গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনি এলাকার ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী মোল্লার জমির ধান কেটে তার বাড়ির উঠানে পৌঁছে দেন জগলুল হায়দার এমপি। নির্বাচনি এলাকার মানুষকে উজ্জীবিত করতে এ জনপ্রতিনিধি প্রায়ই নানান কর্মকাণ্ড করে থাকেন। বিভিন্ন সময় শ্রমিকের বেশে মাথায় ঝুড়ি নিয়ে শ্রমিকদের সঙ্গে উপকূল রক্ষা পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মাটি ফেলেন, বর্ষা মৌসুমে পাওয়ার টিলার নিয়ে ধানের জমিচাষ করে ধান রোপণ করেন, এতিমখানার বাচ্চাদের নানানভাবে সহযোগিতার পাশাপাশি তাদের সঙ্গে বসে খাবার খান, গভীর রাতে গরিব মানুষের বাড়িতে হঠাৎ করে খাবার নিয়ে চলে যান। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আত্মতৃপ্তি লাভ করেন। এ বিষয়ে এমপি জগলুল হায়দার বলেন, মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমি এমন ধরনের কাজ করে থাকি। অনেকে এ বিষয় নিয়ে সমালোচনা করলেও আমি মনে কিছু করি না।

তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা এক ইঞ্চি জায়গাও অপতিত রাখব না। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহ-সভাপতি ফেরদৌস হায়দার প্রমুখ।