দুর্বৃত্তদের ড্রাগন গাছ কর্তন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কার্তিক পাশা গ্রামে রাতের আঁধারে ড্রাগন বাগানের ফলন্ত ড্রাগন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি ভুক্তভোগীর। ঘটনা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে সারোয়ার শামশুল আলমের ১১০ শতাংশ জমির দুটি ড্রাগন ফলের বাগানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। সরেজমিন ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, একটি বাগানের সব ফলন্ত গাছ কেটে ফেলেছে এবং অপর একটি বাগানের আংশিক ক্ষতি সাধন করেছে। পাশে পেঁপে গাছসহ অন্যান্য গাছও কেটে, ভেঙে ফেলেছে। ভুক্তভোগী সারোয়ার শামশুল আলম বলেন, দুর্বৃত্তদের হামলায় আমার উন্নত জাতের ড্রাগন ফলের বাগানে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, গাছের সাথে এ কেমন সত্রুতা, একজন উদ্যোক্তার তিলে তিলে গড়ে তোলা পরিশ্রমের ফসল রাতের আঁধারে দুর্বৃত্তরা শেষ করে ফেলল। আমি এর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, আমরা সরেজমিন গিয়ে ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করব।