ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ

সদ্য ঘোষিত খুলনার কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির সদস্য সচিবের আস্থাভাজনদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে। ফলে মাঠের রাজনীতিতে টিকে থাকা দীর্ঘদিনের ত্যাগী নেতারা বাদ পড়েছেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুর রশিদকে ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য পদে রাখা হয়েছে। এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন প্রয়োজনে পদত্যাগ করব। উপজেলা বিএনপির সিনিয়র অনেক নেতাদের নতুন আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি। এ তালিকায় রয়েছেন আব্দুর রহিম সানা, সরদার মতিয়ার রহমান, সিরাজুল ইসলামসহ আরও অনেকে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম বলেন, নতুন আহ্বায়ক কমিটি নিয়ে আমাকে তেমন কিছু জানানো হয়নি। যুগ্ম আহ্বায়ক এমএ হাসান জানান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী তার অনুসারিদের সদ্য ঘোষিত কয়রা উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান দিয়ে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীন বলেন, সৈরাচারবিরোধী আন্দোলন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত