ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকের ধান কাটল ছাত্রলীগ

কৃষকের ধান কাটল ছাত্রলীগ

মুন্সীগঞ্জ এবং শেরপুরের নকলায় শারীরিকভাবে অক্ষম দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে গিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। এরই ধারাবাহিকতা গতকাল শুক্রবার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের গাদিঘাটে কৃষক জিল্লুর রহমানের জমির আধা শতক জমির পাকা ধান কেটে দেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে ধান কাটা শেষে শতাধিক কৃষকের মাঝে তারা লুঙ্গি গামছা বিতরণ করেন। গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, এই বৈশাখ মাসে অতিবৃষ্টি ও কালবৈশাখি ঝড় হওয়ার কারণে কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শ্রমিকের সংকট রয়েছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন সব অঙ্গসংগঠনকে কৃষকের জমির পাকা ধান কেটে দেয়ার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়নের ফুলপুর গ্রামের আজগর আলী নামে বোরো ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার ধান কাটা শুরু করে দুপুর ১টা পর্যন্ত ৪২ শতক জমির ধান কাটেন তারা। পরে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ওইসব ধানের আঁটি ওই দরিদ্র বর্গাচাষির বাড়িতে পৌঁছে দেয়া হয়। নকলা উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ছাত্রলীগ নেতাকর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়। স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আবু হামযা কনক ছাড়াও নাজমুল হাসান নাঈম, শাওন হাসান, আল আমিন আকন্দ, স্বাধীন, ইয়াকুব, রাজু মিয়া, মজিদ মিয়া, লেমন, মুখলেছ, সিফাত, আশরাফুল ইসলাম, মামুন, নিরব, রিপনসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত