ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ীর জমির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

ব্যবসায়ীর জমির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ভাড়াটে লোকজন জোরপূর্বক ব্যবসায়ীর সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের বেহবতপুর গ্রামের। অভিযোগে জানা গেছে, বেহবতপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে গোলাম মোস্তাফা ভেন্ডাবাড়ী-বেহবতপুর রাস্তা সংলগ্ন দলিল মূলে ক্রয়কৃত তার সম্পত্তিতে পাকা বাড়ি, মিল চাতাল ও সীমানা প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। বর্তমানে রাস্তাটি পাকাকরণের কাজ চলছে। এ দিকে ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম মিল চাতালের সীমানা প্রাচীরটি রাস্তার দাবি করে সেটি ভেঙে ফেলার উদ্যোগ নেন। এর ফলে সম্প্রতি ইউপি সদস্য মেজবাহুর রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও ভাড়াটে লোকজন সীমানা প্রাচীরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, ইউপি চেয়ারম্যানকে জমির কাগজপত্র যাচাইয়ের জন্য বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত