ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি জমি উদ্ধার

সরকারি জমি উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে গত বৃহস্পতিবার প্রায় ২ কোটি টাকা মূল্যে সরকারি জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন। সরকারি জমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মৃনাল কান্তি সরকার, সাব-ইন্সপেক্টর জাকির হোসেন, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশসহ শতাধিক জনতা। ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মহারশি নদীর ব্রিজ সংলগ্ন চল্লিশ কাহনিয়া মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত নদী শ্রেণির ৩০ শতক জমি ঝিনাইগাতীর জৈনক বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকা প্রবাসী এবিএম সিদ্দিক জবর দখল করে স্থানীয় ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের আদেশকে উপেক্ষা করে দোকানপাট নির্মাণ করে। শেষ পর্যন্ত বিষয়টি উপজেলা প্রশাসনের উচ্ছেদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জবর দখলকারীকে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। অবশেষে ঘটনার দিন বিকালে ড্রেজার মেশিন দ্বারা উক্ত স্থাপনা ভেঙে দেয়া হয়। এতে উদ্ধার করা হয় প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারি জমি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, ঝিনাইগাতী বাজার থেকে প্রতি বছর ২ কোটি টাকার উপরে সরকারি রাজস্ব আদায় হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত