ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা

বসতঘরে আগুনে দগ্ধ ১০

বসতঘরে আগুনে দগ্ধ ১০

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার দুর্গম চর এলাকার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চিলমারী গ্রামের দবির মণ্ডলের ছেলে দিনু মণ্ডল, তার ছেলে ফারুক মণ্ডল, আব্দুর রহমান কাজীর ছেলে সাইদুল কাজী, তোফাজ্জল হোসেনের ছেলে আকতার মণ্ডল, আকবার হোসেনের ছেলে হালিমা, মৃত নবী মণ্ডলের ছেলে রূপচাঁদ মণ্ডল, আকতার মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল এবং বিশু মণ্ডলের ছেলে ফজলু ডাক্তার। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের কয়েকজন জানান, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার ও একটি রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় খাঁ ও শিকদার গ্রুপ প্রতিপক্ষ মণ্ডল গ্রুপের ওপর দফায় দফায় হামলা চালায়। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, খাঁ ও শিকদার গ্রুপের সঙ্গে মণ্ডল গ্রুপের বিরোধ চলে আসছিল। হঠাৎ করে গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাঁ ও শিকদার গ্রুপের লোকজন দফায় দফায় মণ্ডল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনদের কুপিয়ে আহত করা হয়। এছাড়া কয়েককটি ঘরে আগুন দেয়া হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক। খাঁ ও শিকদার গ্রুপের লোকজন সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। তারা নির্মমভাবে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য খাঁ ও শিকদার গ্রুপের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার বলেন, আমরা তাদের চিকিৎসা সেবা দিচ্ছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। দৌলতপুর থানা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত