দুই জেলায় নিহত তিন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সিরাজগঞ্জে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী এবং লালমনিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক মহাসড়কের বেলকুচি তেল পাম্প সন্নিকটে মোটরসাইকেলের (বাইক) মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলো- বেলকুচি উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন ও সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাছির উদ্দিনের ছেলে ইউনুস আলী। এ ঘটনায় ৩ বছরের এক শিশু আহত হয়েছে। বেলকুচি থানার ওসি আসলাম হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, গত শুক্রবার ওই স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয় এবং শিশু মানিক (৩) নামে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় গোলাম রাব্বি নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আরো দুই বন্ধু আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে পাটগ্রাম উপজেলার মেসিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বি পাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেসির পাড় এলাকার হোসেন আলীর ছেলে। রাব্বি নবম শ্রেণির ছাত্র ছিলেন। জানা গেছে, ঈদের আনন্দে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার বুড়িমারী কামারেরহাট থেকে তিন বন্ধু মিলে পাটগ্রাম যাওয়ার পথে মেসিরপার নামক এলাকায় মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম রাব্বিকে মৃত ঘোষণা করে।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাফিউল ইসলাম প্রধান বলেন, মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।