৯ বাংলাদেশি নাবিক ও জাহাজ উদ্ধার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষরা) প্রতিনিধি

ভারতীয় জলসীমায় দুর্ঘটনার কবলে পড়ে ৩ মাস আটকে থাকা ৯ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি রাফসান হাবিব-৩ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নাবিকসহ ওই জাহাজটি উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশি জাহাজ রাফসান হাবিব-৩ (এম নং ০১-১২৮০) ৯ জন নাবিকসহ ভারতীয় জলসীমায় দুর্ঘটনার কবলে হেমনগর এলাকায় দীর্ঘ ৩ মাস যাবত আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অবগত হয়ে নাবিকসহ জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে। উদ্ধার হওয়া নাবিকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী গ্রামের মোস্তফার ছেলে আবুল কাশেম, মোক্তার হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন অপু, সামসেদ আলমের ছেলে, আজমীর হোসেন মুন্না, লুদ্দাহখালী গ্রামের মো. সাইফুল্লাহর ছেলে ইউসুফ, মধ্যম সালারাট গ্রামের হাফিজ মিয়ার ছেলে বেলাল হোসেন, পূর্ব সৈয়দপুর গ্রামের মো. ওয়াসিমের ছেলে তাবাচ্ছুম ইউসুফ, ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের মিন্টু খানের ছেলে ফাহিম খান, নড়াইল জেলার চরদিঘলিয়া গ্রামের ওলিয়ার রহমান শেখের ছেলে জাহাঙ্গীর শেখ এবং ঝালকাঠি জেলার মৃত. কাদের হাওলাদারের পুত্র জাকির হোসেন হাওলাদার। নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।