সুস্থ জীবন চায় প্রতিবন্ধী সুজন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইজুরী গ্রামের মৃত খলিলের ছেলে সুজন চায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী সুজনের মন চায় প্রাণ খুলে হাসতে, উন্মুক্ত মাঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে। উপভোগ করতে চায় জীবনটাকে। কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে চায়। চাইলেই এখন এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব না। বাধা হয়ে দাঁড়িয়ে আছে না দেখা একটি রোগ। প্রাণঘাতী রোগটি সুজনের স্বাভাবিক জীবনকে ঘায়েল করেছে। সুজন জানান, সোহাগ নামে আরেকটি ভাই ছিল তার। দুই তিন বছর আগে একই রোগে সে মারা গেছে। তার বাবাও বেঁচে নেই। অভাবের সংসারের একমাত্র উপার্জনকারী তার মা। গরু বাছুর প্রতিপালন করে প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে অস্বাভাবিক জীবনযাপন করছে সে। অনেক চেষ্টা করেও ভালো করতে পারেনি তার সন্তানকে। সুজন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়ে বলেন, আপনারা আমার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল লতিফ জানান, সুজনের নামে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে যখন যা আসে আমরা পরিষদের পক্ষ থেকে তা দেয়ার চেষ্টা করি। সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়ালে হয়তো তার পরিবারটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।