চিনি ১৫০ ও পেঁয়াজ ৫০ টাকা কেজি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

ঈদ বাজারে ১২০ টাকা কেজি দরে চিনি বিক্রি হলেও গতকাল শনিবার খোলাবাজারে চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। চিনি ব্যবসায়ীরা চিনি বিক্রির সময় কোনো রসিদ দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন খুচরা চিনি বিক্রেতারা। অপর দিকে প্রতিদিন পিঁয়াজের ঝাঁজ বাড়ছেই। ৩৫ টাকা কেজির পিঁয়াজ গতকাল শাকামাছা পাইকারি বাজারে ৫০ টাকায় উঠেছে। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ভোক্তারা। তাদের অভিযোগ, গুরুদণ্ডে লঘু সাজা দেয়ায় স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন।