কোরআন অবমাননায় মাদকাসক্ত যুবক আটক

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে মিজানুর রহমান নামে মাদকাসক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ঢাকাইয়া পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মিজানুর ওই এলাকার ছদরুল ইসলামের (ছদু) ছেলে। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিজানুরের ছোট ভাই মইনুল ইসলাম বলেন, আমার বড় ভাই ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ভাবি তার বাবার বাড়ি চলে যায়। ভাবিকে আনতে বাবাকে বললে বাবা যেতে অস্বীকার করায় বড় ভাই রাগের বশীভূত হয়ে তার ঘরের আসবাপত্র ভাঙচুর ও ছুড়ে মারে। ভাই কোরআন অবমাননা করেছেন কি না তা আমি জানি না। কারণ ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। তবে কোরআন অবমাননার মতো কোনো ঘটনা ঘটেনি বলে আমি জানতে পেরেছি। পাইকেরছড়া ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম বলেন, নেশার টাকা জোগাড় করতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের কাছে যতটুকু জানতে পেরেছি ঘটনার সত্যতা পাওয়া গেছে।