ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ত্রাণ তহবিলের টাকা পেল ৫৬ পরিবার

ত্রাণ তহবিলের টাকা পেল ৫৬ পরিবার

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে সাত উপজেলার ৫৬ পরিবারের ৫৬ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে এসব মানুষের বসত বাড়ি অথবা দোকান পুড়ে ভস্মীভূত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের রুলিয়া বেগম এবং মঠবাড়িয়ার সূর্যমনি গ্রামের মাহাবুব আলম বক্তব্য দেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুলিয়া প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই টাকা পেয়ে তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জমান নাছিম আলী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চেক প্রাপ্তদের মধ্যে নাজিরপুরে আটজন, কাউখালীতে ৯, নেছারাবাদে ১৮, ইন্দুরকানীতে এক, সদরে দুই, ভান্ডারিয়ায় ১২ এবং মঠবাড়িয়ায় ছয়জন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত