হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে মিথ্যা মামলা, হয়রানি ও অপ্রচার থেকে মুক্তি পেতে উপজেলার সরাপপুর গ্রামের মনোরনঞ্জন মল্লিক নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবার কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সম্মেলন হয়। সম্মেলনে মনোরনঞ্জন মল্লিক বলেন, সরাপপুর গ্রামের গৌর চন্দ্র মল্লিক, উত্তম কুমার মল্লিক ও প্রদীপ মল্লিক গ্রামবাসীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। প্রতিবাদ করলে তার পরিবারসহ সুশান্ত মল্লিক নামে এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়।