অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ

ঈশ্বরদীর বন কর্মকর্তাকে শোকজ

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসনকে না জানিয়ে ঝড়ে ভেঙে পড়ার নামে ৫৮টি বড় ও মাঝারি আকারের বাবলা গাছ কাটার অপরাধে ঈশ্বরদী বন কর্মকর্তা ইসমাইল হোসেনকে শোকজ করা হয়েছে। অতিরিক্ত দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) টিএম রাহসিন কবির গতকাল রোববার বন কর্মকর্তাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা জানান, রাস্তার দুই পাশে বন বিভাগের থাকা গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না।

বন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শোকজের কথা শুনেছি, এখনো হাতে পাইনি। অফিসে গেলে জানতে পারব। গাছ কাটার বিষয়ে কোনো আপস নেই। ঝড়ে হেলে পড়া ও ভেঙে যাওয়া কিছু গাছ কেটে ফেলার নির্দেশ দেয়া হয় বলে জানান তিনি। টিএম রাহসিন কবির জানান, বন কর্মকর্তা ইসমাইল হোসেন গাছগুলো একক সিদ্ধান্তে কেটেছেন। যা তিনি কখনোই করতে পারেন না। শোকজ করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কপি পাঠানো হয়েছে।