পবিপ্রবি’র নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকি (উপজেলা) প্রতিনিধি

প্রতিষ্ঠার ২৩ বছরে দ্বিতীয় বারের মতো ট্রেজারার পেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবি’র উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। রাষ্ট্রপতি তাকে ৪ বছরের জন্য এ নিয়োগ প্রদান করেছেন। এর আগে তিনি ২০১৭ সালে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

প্রফেসর মোহাম্মদ আলী ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে পটুয়াখালী কৃষি কলেজে (বর্তমানে পবিপ্রবি) প্রভাষক হিসেবে যোগদান করে ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে পবিপ্রবি’র পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেজারারকে অভিনন্দন জানিয়েছেন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ট্রেজারার নিয়োগ দেয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাজের গতি বাড়বে। এ সময় তিনি সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারের সফলতা কামনা করেন।