ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেতাবগঞ্জ সুগার মিল চালুর আশ্বাস

সেতাবগঞ্জ সুগার মিল চালুর আশ্বাস

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বন্ধ সেতাবগঞ্জ সুগার মিল চালুর আশ্বাস দিয়ে বলেন, বন্ধ হওয়া ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সুগার মিল শিগগিরই নতুন ব্যবস্থাপনার মাধ্যমে চালু করা হবে। বর্তমান সরকার মেহনতি মানুষের অধিকার ও সুযোগ সৃষ্টিতে সবসময় সচেষ্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে, সার্বিক উন্নতি সাধিত হয়েছে তার জন্য মেহনতি শ্রমিক সমাজ বিশেষ অবদান রাখছে। গত সোমবার মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার নির্বাচনি এলাকা বোচাগঞ্জ উপজেলার সেতাবঞ্জ পৌরসভার জয়বাংলা চত্বরে আয়োজিত এক শ্রমিক সমাবেশে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আওতাধীন সেতাবগঞ্জ সুগার মিল নতুন ব্যবস্থাপনার মাধ্যমে শিগগিরই চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি এই সুগারমিলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কর্মকর্তা, শ্রমিক ও আখ চাষি ভাইদের আহবান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত