কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিদ্যুৎ স্পৃষ্টে তিন সন্তানের জননী এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপাইর ইউনিয়নের বিলবাড়িয়া এলাকায় সোমবার দুপুরে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার বিলবাড়িয়া এলাকার মুখছেদ হোসেনের স্ত্রী ফরিদা বেগম। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। কালিয়াকৈর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন এলাকায় শ্রমিক সংগঠনগুলো র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি উদযাপন করেছে। এ দিবস উপলক্ষ্যে জাতীয় ছুটির দিন থাকায় ওই পোশাক শ্রমিক ফরিদা পরিবার পরিজন নিয়ে সময় পার করছিলেন। কিন্তু কে জানতো জাতীয় ছুটিতে তাকেও জীবন থেকে নিতে হবে ছুটি। দুপুরে ঘরের ভেতরে বিদ্যুৎ স্পৃষ্টে লাশ হয়ে পড়েছিল পোশাক শ্রমিক ফরিদা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। তার এমন ছুটিতে পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়। তার চির বিদায়ে বাকরুদ্ধ মুক্তা নামে এক মেয়ে এবং এসএসসি পরিক্ষার্থী ফরিদ হোসেন ও তিন মাসের অপর এক ছেলের জীবনে অন্ধকার নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য জোবায়ের পালোয়ান বিদ্যুৎস্পৃষ্টে ওই পোশাক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে তার নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ১