ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামগঞ্জে ফসলি জমিতে ২৫ ইটভাটা

রামগঞ্জে ফসলি জমিতে ২৫ ইটভাটা

রামগঞ্জে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সামনেসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে ২৫টি ইটভাটায় সরকারি বিধি লঙ্ঘন করে কাঠ পুড়িয়ে ইট বানানো হচ্ছে। সরেজমিন দেখা গেছে, রামগঞ্জ উপজেলার নাগ-রাজারামপুর গ্রামে কেথুড়ী বাজার এলাকায় পানিয়ালা সড়কের পাশে ফসলি জমিতে ইটভাটার সভাপতি ছানা উল্যা পাটোয়ারির মেসার্স ছানাউল্যা ম্যানুফ্যাকচার ব্রিকসসহ কয়েকটি ইটভাটা দীর্ঘদিন ধরে বীরদর্পে ইট পোড়ানো মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ ইট ভাটাগুলো ফসলি জমিতে ও সড়কের পাশে থাকায় শিক্ষক শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। ধুলোবালির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ইট ভাটা সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। ইটভাটার কালো ধোঁয়া ও ছাই বাসাবাড়িতে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশের পরও পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে। ইটভাটার মালিকরা সরকারি আইনের তোয়াক্কা না করে ভাটাগুলোতে কয়লার পরিবর্তে কাঠ, টায়ার, তেলের গাদ, বোতামের গুঁড়া, রাসায়নিক বর্জ্য ও প্লাস্টিক ভাটায় ব্যবহার করে আসছে। ইটভাটার পাশে বসবাসকারী আবদুর রহিম, সাহেরা খাতুন, জীবন কৃষ্ণ জানান, ইট পোড়ানোর সময় দুর্গন্ধ ও বাতাসে ধুলো কণা ছড়ানোর ফলে বিভিন্ন রোগে লোকজন আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত