নিজেদের টাকায় রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নিজেদের স্বেচ্ছাশ্রম ও চাঁদা তুলে রাস্তা নির্মাণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা মিয়াপাড়া মহল্লার লোকজন। সরকারি বরাদ্দ না পাওয়ায় ২০০ মিটার রাস্তা প্রায় ১৬ ফুট মাটি ভরাট করে তারা নিজেরাই নির্মাণ করেছেন। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণে একটি ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে দুটি ট্রলি গাড়িতে করে সেই মাটি রাস্তায় নিয়ে ফেলেছেন। এতে এলাকার শিশু থেকে বয়স্করা সবাই সহায়তা করেছেন। মাটি ভরাটের কাজ করতে সময় লেগেছে প্রায় এক সপ্তাহ। খোঁজ নিয়ে জানা যায়, টিটা মিয়াপাড়া মহল্লায় প্রায় তিন শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষের বাস। মহল্লাটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মসজিদ, ঈদগাহ ও গোরস্থান রয়েছে। শুকনো মৌসুমে গ্রাম থেকে উপজেলা সদরে আসতে গ্রামবাসীর সমস্যা না হলেও বর্ষার সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে পানিতে ভিজে বা নৌকায় যাতায়াত ছাড়া বিকল্প থাকে না। পরে সরকারের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের মাধ্যমে গ্রামটিতে প্রবেশের জন্য টিটা খাঁপাড়া মহল্লা থেকে মিয়াপাড়া মহল্লায় সংযোগ রাস্তা তৈরি করার জন্য বরাদ্দ দেয়। কিন্তু রাস্তাটি ১ হাজার ৯০০ মিটারের মধ্যে ১ হাজার ৭০০ মিটার কাজ হওয়ার পর প্রকল্পের বরাদ্দ শেষ হওয়ায় কারণে অসমাপ্ত থেকে যায়। এতে রাস্তাটি এলাকাবাসীর কোনো কাজে না আসায় অসমাপ্ত ২০০ মিটার রাস্তা তারা নিজেরাই নির্মাণ করার উদ্যোগ নেন। পরে ওই এলাকার ইউপি সদস্য আবু সাইদ পটু মিয়া, এইচএম খায়ের মিয়া, জাহাঙ্গীর মিয়া, কাইজার মিয়া, দেলোয়ার মিয়াসহ আরো কয়েকজন রাস্তাটি নির্মাণে উদ্যোগী হন। এরপর তারা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে রাস্তা নির্মাণ শুরু করেন।