নওগাঁয় এনজিও’র মাঠকর্মীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা গাক (গ্রাম উন্নয়ন কর্ম) গ্রাহকের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে মাঠকর্মী মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী গ্রাহকরা অফিসে গিয়ে হট্টগোল শুরু করলে তাদের বুঝিয়ে বিদায় করা হয়। গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সংস্থার কার্যালয় শহরের বালুডাঙ্গা শাখায় (চকমুক্তার মহল্লা) এ ঘটনা ঘটে। মাঠকর্মী মিজানুর রহমান গত ১৯ মাস আগে এ শাখায় যোগদান করেন। তার বাড়ি বগুড়া জেলায়। মাঠকর্মী মিজানুর রহমান নিজের স্বার্থে গ্রাহকদের টাকা উত্তোলন করে দিতে সহযোগিতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আগামী ৭ মে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে।