বোরো ক্ষেতে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরে বীরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কাটা-মাড়াই শুরু। দক্ষিণা বাতাসে দিনাজপুরের বোরো ক্ষেতে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। শুরু হয়েছে বোরো ধানের কাটা-মাড়াই। ভালো ফলন ও দাম ভালো থাকায় খুশি ধানচাষিরা। চলতি বোরো মৌসুমে এবার বীরগঞ্জ উপজেলায় ১৪ হাজার ৮৪০ হেক্টর জমিতে এই ধান চাষ হয়েছে, জানিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ক্ষেত ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে সোনালি রঙের পাকা ধান। দেখে মনে হচ্ছে যেন মাঠে সোনা ছিটিয়ে পড়ে আছে। মনের সুখে কাটছে এসব ধান। কাটা-মাড়াই খরচ শ্রমিকরা নিচ্ছে বিঘাপ্রতি ৪০০০ থেকে ৪২০০ টাকা। ধানের দাম ভালো আছে, সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে আর দাম বেশি পাবে, বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের মো. জয়নাল আবেদীন বলেন, এবার ৪ বিঘা জমিতে আঠাশ জাতের বোরে ধান চাষ করেছি ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা শুরু করা হয়েছে, আবহাওয়া ভালো থাকলে ধান ঘরে তুলতে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম যেভাবে কৃষকদের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং তার পরার্মশ অনুযায়ী আমরা তার পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করি। সে কারণে এবার বোরো ধান ফলন বৃদ্ধি পেয়েছে। সুজালপুর ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের কৃষক ফিরোজ বলেন, এবার কৃষি অফিসারের পরার্মশে বোরো ধান চাষ করায় ফলন ভালো হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, এবার ১৪ হাজার ৮৪০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বোরো ধানে কোন ধরনের ছত্রাক রোগবালাই যেন না ধরতে পারে, সে বিষয়ে কৃষকদের মাঝে পরামর্শ অব্যাহত রয়েছে। আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছি। ধানের বর্তমান বাজার দর ভালো আছে। আশা করছি কৃষক লাভবান হবে।