কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষা চলাকালীন নিজ কেন্দ্র ফেলে নিজের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের দেখতে অন্য কেন্দ্রে গেলেন কেন্দ্র সচিব। গতকাল বুধবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষার দিন গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব বাতাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান এবং প্রায় ১ ঘণ্টা পর ফিরে আসেন। সরেজমিন উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আব্দুল বাতেন পরীক্ষা কেন্দ্রে নেই। সুপার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন জানান, তিনি পাশে বাতাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েছেন। কেন্দ্র সচিব আব্দুল বাতেন বলেন, আমার শিক্ষার্থীরা বাতাকান্দিতে পরীক্ষা দিচ্ছে। অভিভাবকরা প্রচুর বিরক্ত করছে, কেন্দ্র গিয়ে শিক্ষার্থীদের দেখে আসতে। তাই আমি দ্রুত গিয়েছিলাম আবার ফিরে এসেছি। বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো মোখলেছুর রহমান জানান, বাতেন সাহেব যে কাজটি করেছেন তা পরীক্ষার নীতিমালার বহির্ভূত। মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মাহফুজুর রহমান চৌধুরী বলেন, অভিভাবকরা বললেই কি অন্য কেন্দ্রে যেতে হবে? উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব উদ্দিন আহমেদ জানান, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র সচিব অন্য কোনো কেন্দ্রে যেতে পারবেন না।