রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ পুনঃসংস্কারকৃত মন্দিরের উদ্বোধন

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিদার যদুনাথ রায়ের বাড়ির শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ পুনঃসংস্কারকৃত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর জমিদার যদুনাথ রায়ের মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি মৃণাল কান্তি দাস এমপি।

শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ এলাহী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধির দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারী খান, ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ। স্বাগত বক্তব্য দেন, সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মন্দিরে প্রধান উপদেষ্টা স্বপন কুমার মোদক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বলরাম বাহাদুর।