‘দেশ এগিয়ে যাচ্ছে কোনো অপশক্তি তা থামাতে পারবে না’

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলায় টিআর, কাবিখা প্রকল্পের চেক ও বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার মোংলা উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে প্রকল্পের চেক ও বই বিতরণে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়তে এবং বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে কোনো অপশক্তি এ উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলিমুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপমন্ত্রী টিআর কাবিখা প্রকল্পের ৩০ লাখ ও টাকার চেক ও ৫৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেন।